জাবিতে আজ শুরু হচ্ছে ‘হিম উৎসব’

বিনোদন

জানুয়ারি ২৪, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‍‍`হিম উৎসব শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। তিন দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ উৎসব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

‘পরম্পরায় আমরা’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এবারের উৎসবের স্লোগান ‍‍`রুপান্তরের যাত্রাপথে শেকড় হোক সঙ্গী‍‍`।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে কাঙ্গালিনী সুফিয়াকে সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসবটি শুরু হবে। এছাড়া থাকছে বিকেল সাড়ে ৫টায় নৃত্যানুষ্ঠান ‍‍`নৃত্য-নৈবেদ্য‍‍`, রাত ৯ টায় মুক্তিযোদ্ধা চত্ত্বরে বহুস্বরের গান ‍‍`আওয়াজ‍‍`।
বুধবার (২৫ জানুয়ারি) ২য় দিনের অনুষ্ঠানমালায় থাকছে বিকাল ৪ টায় লাঠিখেলা, সন্ধ্যা ৬ টায় কবিগান ও দিনব্যাপী পারফরম্যান্স আর্ট।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ৩য় ও সমাপনী দিনে থাকছে চারুকলা বিভাগে সকাল ১০ টায় আর্ট ক্যাম্প ‍‍`দৃশ্যত‍‍`। সকাল ১১ টায় পরিবেশিত হবে ‍‍`তাই জানাই গানে‍‍` (কথা ও গান) এবং সন্ধ্যা ৬টায় ছবি চত্বরে অনুষ্ঠিত হবে ভাব সংগীতের আসর (কোথায় পাবো তারে)।এছাড়াও অনুষ্ঠানের তিনদিন জুড়ে থাকছে জহির রায়হান অডিটোরিয়াম সংলগ্ন পুকুরপাড়ে চিত্রপ্রদর্শনী।উল্লেখ্য, বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করতে বেশকিছু শিক্ষার্থী ২০১৫ সালে ‍‍`পরম্পরায় আমরা‍‍` নামে সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকবার তারা ‍‍`হিম উৎসব‍‍` পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *