জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টের সর্বশেষ চুল্লির সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ৬, ২০২২ ৬:৩৮ পূর্বাহ্ণ

ইউক্রেনের গ্রিডকে সংযোগকারী জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টের সর্বশেষ চালু চুল্লিটিরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার এমন তথ্য জানিয়েছে ইউকেনের পারমাণবিক সংস্থা এনারগোয়াতোম।

ছয় চুল্লি বিশিষ্ট জাপোরিঝিয়া প্লান্টটি মার্চে দখল করে রুশ সেনারা। তবে এটি এখনো পরিচালিত হচ্ছে ইউক্রেনের কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা।

সর্বশেষ চালু চুল্লির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যাপারে একটি বিবৃতিতে এনারগোয়াতোম বলেছে, আজ, গোলাবর্ষণের কারণে শেষ ট্রান্সমিশন লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর কারণে ছয় নং চুল্লি, যেটি বর্তমানে প্লান্টের নিজস্ব চাহিদার যোগান দিচ্ছে সেটি গ্রিড থেকে আনলোড ও বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গুলোশেঙ্কো ফেসবুকে লিখেছেন, প্লান্টের আশপাশে লড়াই হওয়ার কারণে পাওয়ার লাইন সংস্কার করতে পারছে না ইউক্রেন।

তিনি ফেসবুকে আরও লিখেছেন, কোনো ধরনের সংস্কার কার্য চালানো এখন অসম্ভব। কারণ স্টেশনের চারপাশে লড়াই হচ্ছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী দাবি করেছেন, সোমবার সকালে জাতিসংঘের পারমাণবিক প্রতিনিধি দলের বেশিরভাগ সদস্য চলে যান। এরপরই প্লান্টটি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে রুশ সেনারা।

এদিকে নিউক্লিয়ার প্লান্টটির সর্বশেষ চুল্লিটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আরেকটি পারমাণবিক বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *