জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

শিল্প ও সংস্কৃতি

আগস্ট ২৮, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৭ আগস্ট, শনিবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিবেশিত হয়।

মোস্তাফিজুর রহমান মন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে গান ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মুক্তিযোদ্ধার সন্তান সাবিনা ইয়াসমিন প্রথমে গান পরিবেশন করেন।

স্বরচিত কবিতা আবৃত্তি করেন জয়ন্ত গাঙ্গুলী, শওকত সিদ্দিকী। আলোচনায় অংশগ্রহণ করেন, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গাফ্ফার আনছারী, সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ মোঃ মনির হোসেন মনির, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম আসলাম হোসেন, মহানগর সভাপতি ও খিলখেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি হেলেন আক্তার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানী আলোচনা করেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন।

উক্ত সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত, বিশেষ অতিথি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও প্রধানমন্ত্রীর সহকারী সৈয়দ আব্দুল আউয়াল শামীমের মূল্যবান বক্তব্যের মাধ্যমে শোক দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *