জবিতে ৩৫২ আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু ২২ জানুয়ারি

শিক্ষা

জানুয়ারি ১৮, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

নাসির উদ্দিন,জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ জানুয়ারি। ৮ জানুয়ারি(রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি প্রায় সম্পন্ন হয়ে গেছে। ‘এ’ ইউনিটে কিছুসংখ্যক সিট ফাঁকা আছে, যা অষ্টম মেধাতালিকার মাধ্যমে পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি।

অধ্যাপক ইমদাদুল হক আরো বলেন, ‘নতুন একটি পদ্ধতি আসলে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয়। এটা দ্রুত ঠিক হয়ে যাবে।’

অন্যদিকে, এখনো বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ৩৫২ আসন ফাঁকা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৩৪১টি, ‘বি’ ইউনিটে (মানবিক) চারটি এবং ‘সি’ ইউনিটে (ব্যবসা) সাতটি আসন ফাঁকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *