চার বছরে সবার চেয়ে বেশি ওয়ানডে খেলবে বাংলাদেশ

খেলা

জুলাই ১৯, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো বুঝে ওয়ানডে ক্রিকেটটা। সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন টাইগাররা।

ওয়ানডেতে ভালো খেলা বাংলাদেশের জন্য সুখবর রয়েছে আইসিসির ভবিষ্যত সূচিতে। ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী চার বছরে তামিম ইকবালদের জন্য রাখা হয়েছে বিশ্বের সর্বোচ্চসংখ্যক ওয়ানডে ম্যাচ। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এমন তথ্য জানিয়েছে।

এফটিপি অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দল সর্বোচ্চ ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলবে। এই চার বছরে ৫৮টি ওয়ানডে খেলছে শ্রীলংকা।

এই চার বছরে এফটিপি অনুযায়ী বাংলাদেশ ৫১টি টি-টোয়েন্টি আর ৩৪টি টেস্ট ম্যাচ খেলবে। চার বছরে সবমিলিয়ে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী চার বছরে বাংলাদেশের চেয়ে ২টি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই ভবিষ্যত সূচির বাইরেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *