গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিক নিহত

দেশজুড়ে স্লাইড

জুলাই ২২, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঠাম ধরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  সুজন মৃধা (৩৭), পিতা: বিজয় মৃধা, অমৃত বিশ্বাস (৩৫), পিতা: রবিন বিশ্বাস, প্রতি দাস (৪০), পিতাঃ নিরোধ দাস, হিরামন বিশ্বাস (৪৫), পিতা: মহের বিশ্বাস ও রাজ্জাক বিশ্বাস (৪০), পিতা: মালেক বিশ্বাস।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ জানান,  রাত সাড়ে ৯টার দিকে কনস্ট্রাকশন কাজ শেষে কয়েকজন শ্রমিক একটি ভটভটিতে করে কাঠামদরবস্ত রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৪ জনের মতো ছিলেন ওই ভটভটিতে। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হচ্ছিল। সে সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে যায়।

তারা বলেন, আমি দেখেছি ৫টা মরদেহ পড়ে আছে, আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে গেছে। আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম জানান, একটি ভবনের ছাদ ঢালাই শেষে টভটিতে ঢালাই মেশিন তুলে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। কাঠাম ধরবস্ত এলাকায় পৌঁছালে একটি ট্রেন তাদের ভটভটিতে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন। আহত হন আরো কয়েকজন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *