গত ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২৭ বিলিয়ন ডলার

অর্থনীতি স্লাইড

জুন ৩, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ

করোনা পরবর্তী সময়ে আমদানি চাহিদা ব্যাপক বাড়ায় চলতি অর্থবছরের ১০ মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের হিসেব সম্পূর্ণ করে ‘কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স’ প্রকাশ করেছে। গত ২১ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ২৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে রফতানি বেড়েছে ৩৪ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে, একই সময়ে আমদানি বেড়েছে ৪১ দশমিক ৪২ শতাংশ।

এই ১০ মাসে বাংলাদেশ রফতানি থেকে ৪১ দশমিক ১০ বিলিয়ন ডলার আয় করেছে। পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৬৮ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমদানি বাড়লেও রফতানি ও রেমিট্যান্স কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, আমরা যদি ঘাটতি কমাতে চাই তবে আমাদের রফতানি ও রেমিট্যান্স বাড়াতে হবে। এছাড়া বিলাসবহুল ও অপ্রয়োজনীয় আমদানি কমাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *