‘গডফাদার’ ম্যালওয়্যার নিয়ে সতর্কবার্তা

‘গডফাদার’ ম্যালওয়্যার নিয়ে সতর্কবার্তা

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

জানুয়ারি ১৫, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ

বাফিন ‘গডফাদার’ নামের একটি ম্যালওয়্যার সম্পর্কে জার্মানির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখা সংস্থা সতর্কবার্তা দিয়েছে। সোমবার বাফিন জানিয়েছে, ‘গডফাদার’ ম্যালওয়্যারটি বিশ্বের প্রায় ৪০০ ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের ওপর হামলা চালাচ্ছে, যার মধ্যে জার্মানিরও প্রতিষ্ঠান রয়েছে।

জানা গেছে, বর্তমানে প্রায় ১৬ দেশের অ্যানড্রয়েড ডিভাইসে এ ম্যালওয়্যার হামলা করছে। ইতোমধ্যে জার্মানির তথ্য নিরাপত্তাবিষয়ক কেন্দ্রীয় সংস্থা বিএসই নিরাপদে অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়ে একটি ভিডিও তৈরি করে সবার উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *