কিউবায় হারিকেন ‘ইয়ানের’ আঘাত, ধেয়ে আসছে ফ্লোরিডায়

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ২৮, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ

কিউবায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান (সামুদ্রিক ঝড়)। তারপর ১২৫ মাইল গতির বায়ুতে তৃতীয় ক্যাটাগরিতে রূপ নিয়েছে হারিকেনটি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হারিকেন ইয়ানের ব্যাপারে কর্তৃপক্ষের ঘোষণার পর স্কুল বন্ধ, ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হারিকেন মোকাবিলায় অন্যান্য ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফ্লোরিডার পশ্চিম দিন অতিক্রম করতে পারে ইয়ান। পরে এটি বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ফ্লোরিডার সংযুক্ত উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।

সানশাইন রাজ্যের বেশিরভাগ হাইওয়ের গাড়িগুলোকে স্থির করা হয়েছে। এছাড়া ইয়ান থেকে রক্ষা করতে তিন লাখের বেশি বাসিন্দাদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় হারিকেন সেন্টার জানায়, ইয়ান কিউবার ওপর বেশিক্ষণ থাকবে না। এটি ধীরগতি ধারণ করে মেক্সিকোর ওপর শক্তিশালী হবে। একটি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *