করোনা: চীনের হাসপাতালগুলোতে বয়স্ক রোগীদের উপচেপড়া ভিড়

করোনা: চীনের হাসপাতালগুলোতে বয়স্ক রোগীদের উপচেপড়া ভিড়

আন্তর্জাতিক স্লাইড

ডিসেম্বর ২৩, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ

চীনের বড় শহরগুলোর প্রায় সব হাসপাতাল বয়স্ক করোনা রোগীতে ভরে উঠেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের বৃহত্তম শহর চংকিংয়ের সবচেয়ে বড় হাসপাতাল চংকিং মেডিকেল ইউনিভার্সিটি ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বয়স্ক রোগীদের উপচেপড়া ভিড়। এদের অধিকাংশকেই ব্রেদিং টিউবে অক্সিজেন দেওয়া হচ্ছিল।

হাসপাতালের একজন চিকিৎসক এএফপিকে বলেন, হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় বর্তমানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

তিনি আরো বলেন, গত কয়েকদিনে যত রোগী হাসপাতালে এসেছে তাদের প্রায় সবােই বয়স্ক। হাসপাতালের উল্লেখযোগ্যসংখ্যক ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় খুব চাপ যাচ্ছে আমাদের।

চীনের লাখ লাখ বয়স্ক মানুষ এখনও করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেননি। ফলে চলতি ডিসেম্বরের শুরু থেকে দেশটিতে করোনার যে ঢেউ শুরু হয়েছে, তাতে বয়স্ক মানুষরা সবচেয়ে ঝুঁকিতে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *