ওয়ানডেতে ‘হ্যাটট্রিক’ করল বাংলাদেশ

খেলা স্লাইড

জুলাই ১৪, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ

ওয়ানডে ফরম্যাটে মাঠে নামলেই বাঘে পরিণত হয় বাংলাদেশ। যেখানে সাকিব বাহিনী আর মাহমুদউল্লাহ বাহিনীর ভরাডুবি দেখতে দেখতে সমর্থকরা অতিষ্ঠ সেখানে তামিম বাহিনী হেসেখেলে প্রতিপক্ষকে হারাচ্ছে ধারাবাহিকভাবেই।

পারফরম্যান্স আর পরিসংখ্যানই তা বলে দিচ্ছে ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ কতটা অপ্রতিরোধ্য।

বুধবার ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

উইকেটের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়গুলোর একটি। এর আগে চারবার প্রতিপক্ষকে ৯ উইকেটে হারানোর কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।

২০০৬ সালে কেনিয়া আর জিম্বাবুয়ে, ২০১৫ এবং ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

শুধু তাই নয় এবার প্রথমবারের মতো দেশের বাইরে হ্যাটট্রিক (টানা তিনটি) ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। তার আগে বিদেশ সফর ছিল জিম্বাবুয়েতে। গত বছরের জুলাইয়ে সে সিরিজে ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *