ওল্ড ট্র্যাফোর্ডে সমর্থকদের আন্দোলন, রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন

খেলা

জুন ২০, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ

ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা খরার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভক্ত সমর্থকরা। ওল্ড ট্র্যাফোর্ডে আন্দোলন করে ক্লাবের অবনতির বিষয়ে ক্লাবের প্রধান নির্বাহীর কাছে কারণ জানতে চেয়েছে সমর্থকরা। ক্লাবের এমন বেহাল দশার পেছনে অপরিকল্পিত অর্থ ব্যয় করাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন ক্লাবের প্রধান নির্বাহী রিচার্ড অরনল্ড। এদিকে, ইতালিয়ান গণমাধ্যম লা-রিপাবলিকার বরাতে গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমাবেন অন্য কোথাও।

উডওয়ার্ডের সময়ের সবচেয়ে দামি ক্লাবের মধ্যে অন্যতম ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যশ, খ্যাতিতে সমৃদ্ধ এই ক্লাব সময়ের ব্যবধানে ধরে রাখতে পারছে না নিজেদের সাফল্য। শিরোপা খরায় কাটছে দিন। গেল পাঁচ মৌসুমে একটিও শিরোপার মুখ দেখেনি ওল্ড ট্র্যাফোর্ড শিবির।

ক্লাবের মালিক পক্ষের এতে সুনজর না থাকলেও, প্রিয় ক্লাবের এমন বেহাল দশায় ভক্ত, সমর্থদের মধ্যে কাজ করছে উদ্বিগ্নতা। তবে, ক্লাবের এ অবস্থার জন্য দলবদলকেই দায়ী করছেন সমর্থকরা। ক্লাবের আয় পর্যাপ্ত হলেও, দলবদলের মাধ্যমে দলে সেরা খেলোয়াড়দের ভেড়াতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। এমন থমকে থাকা পরিস্থিতির অবসান করতে ক্লাবের প্রধান নির্বাহীর কছে কারণ জানতে চেয়েছেন সমর্থকরা।

নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদসহ আরো বেশ কিছু ক্লাব দল গোছাতে ব্যস্ত সময় পাড় করলেও, ইউনাইটেডে নেই লক্ষনীয় কোনো অগ্রগতী। নতুন কোচ এরিক টেন হ্যাগের ক্লাবের সঙ্গে চুক্তির পর শুধু ডি ইয়ংকে দলে ভেড়ানোর কথা থাকলেও, নেই কোনো নিশ্চিয়তা।

ইউরোপের সবচেয়ে বেশী অর্থ ব্যয় করার পরেও সাফল্য না পাওয়ার কারণ হিসেবে, অর্থের অপব্যবহারকেই দেখছেন ক্লাবের প্রধান নির্বাহী রিচার্ড আরনল্ড। পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করতে না পারার ইস্যুতে ইঙ্গিত করেছেন মালিকপক্ষের অবহেলাকে।

ক্লাবের উন্নয়নে নতুন স্টেডিয়াম করার পরিকল্পনা করছে ইউনাইটেড কর্তৃপক্ষ। নতুন স্টেডিয়াম তৈরিতে বিনিয়োগকৃত অর্থের যোগান দিতে বিনিয়োগকারীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

এদিকে ইতালিয়ান জার্নাল লা রিপাবলিকের বরাতে শোনা যাচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে পাড়ি জমাবেন অন্য গন্তব্যে। নতুন কোচের অধীনে মাঠের খেলায় বিভিন্ন ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে ম্যানইউ। যা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থানের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে না।

তবে, ক্লাব ছাড়ার গুঞ্জনে উঠে এসেছে আরো একটি কারণ। ২০২১-২২ মৌসুমে রেড ডেভিলরা ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ এ অবস্থান করায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারিয়েছে। নিজের সেরা ফর্ম ধরে রেখে সাফল্যের শীর্ষে পৌঁছাতে তাই অন্য কোথাও পাড়ি জমাবেন এই তারকা খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *