এসির ‘টন’ বলতে যা বোঝায়

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

জুলাই ২৪, ২০২২ ৯:১৯ পূর্বাহ্ণ

অনেকেই বাজার থেকে এসি কেনার সময় টন শব্দটি শুনেছেন নিশ্চয়। টন কথাটার অর্থ অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এ টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।

এক টন এসি মানে হলো ১২০০০ বিটিইউ/আওয়ার, ১.৫ টন মানে হলো ১৮০০০ বিটিইউ/আওয়ার, এভাবে বাড়তে থাকে। এক টনের একটি এসি প্রতি ঘণ্টায় ঘর থেকে ১২০০০ বিটিইউ তাপ শোষণ করতে পারে। দুই টন এসি থাকা মানে প্রতি ঘণ্টায় ২৪ হাজার বিটিইউ তাপ বের করে দেওয়া।

আরও সহজে বলতে গেলে এক টন বরফ এক ঘণ্টায় একটা ঘরের তাপমাত্রা যতটা ঠান্ডা করবে, এক টন এসির কার্যক্ষমতাও একই। তার অর্থ যত বেশি টন মানের এসি; তত বেশি কুলিং ক্ষমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *