উইকেট কিপারের গ্লাভস হাতে বল ধরার যে শাস্তি

খেলা

সেপ্টেম্বর ২০, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের রয়াল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালে ঘটে অদ্ভুত এক ঘটনা। খেলা চলাকালীন মাঠে উইকেট কিপারের গ্লাভস হাতে বল ধরে শাস্তির মুখে পড়লেন ইংলিশ ক্রিকেটার।

শনিবার ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ফাইনালে মুখোমুখি হয় কেন্ট ও ল্যাঙ্কাশায়ার।

টস জিতে প্রথমে ব্যাট করে জয় ইভিসন (৯৭) ও জয় ডেনলির (৭৮) জোড়া ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কেন্ট।

ল্যাঙ্কাশায়ারের সামনে ৩০৭ রানের লক্ষ্য দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারে ক্রিজে ছিলেন স্টিভেন ক্রফট ও কিটন জেনিংস। দুই ব্যাটসম্যানই দ্রুত দৌড়ে সিঙ্গেল রান নেন।

তখন উইকেট কিপার অলি রবিনসন গ্লাভস স্টাম্পের পাশে খুলে রেখে বলের পেছনে দৌড় শুরু করেন।

সেই সময় ২৭ বছর বয়সী ফিল্ডার হ্যারি ফিঞ্চ উইকেটরক্ষক অলি রবিনসনের গ্লাভস তুলে নেন এবং পরের বল থামাতে গ্লাভস পরে ফিল্ডিং করেন।

ক্রিকেটের ২৮নং নিয়ম ভঙ্গের অপরাধে এ ঘটনার পরে ল্যাঙ্কাশায়ারকে পাঁচটি পেনাল্টি রান দেওয়া হয়। তবে শাস্তির কারণে কেন্টের তেমন কোনো ক্ষতি হয়নি। তারা ২১ রানে ম্যাচ জিতে ট্রফি নিজেদের করে নেয়। ল্যাঙ্কাশায়ার ৪৮.৪ ওভারে ২৮৫ রানেই অলআউট হয়।

এই নিয়মটি যাদের জানা ছিল না তাদের জন্য শিক্ষণীয় হয়ে রইল। ভবিষ্যতে যাতে এমন ভুল কারো না হয় সেটাই জানান দিল কেন্টের এ ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *