ঈদ ঘিরে সাতদিনে রেকর্ড রেমিট্যান্স এলো দেশে

অর্থনীতি স্লাইড

এপ্রিল ১১, ২০২২ ৯:০৮ পূর্বাহ্ণ

ঈদ সামনে রেখে চলতি এপ্রিল মাসের সাতদিনেই ৫৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই অর্থের পরিমাণ ৪ হাজার ৫৮১ কোটি টাকা।

এর মধ্যে যুক্তরাষ্ট্র রেমিট্যান্স প্রবাহ সবচেয়ে বেশি বেড়েছে, ৩০ কোটি ৮৮ লাখ ডলার। গত মার্চেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন দেশটির প্রবাসীরা।

৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছে। সে হিসাবে ২ অথবা ৩ মে ঈদ উদযাপিত হবে দেশে। এই সাত দিনে দেশে যে রেমিট্যান্স এসেছে সে হারে এলে এপ্রিল শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ ২০০ কোটি ডলার বা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছবে।

গত বছরের মে মাসে ২ বিলিয়ন ডলারের বেশি (২ দশমিক ১৭ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে রেমিট্যান্সের গতি আরো বাড়বে। সে হিসাবে এপ্রিলে রেমিট্যান্সের পরিমাণ আড়াই বিলিয়ন ডলারে গিয়েও ঠেকতে পারে।

তিনি বলেন, রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি চাঙা হয়েছে। সামনে দুটি ঈদ উৎসব আছে। সবকিছু মিলিয়ে আগামী দিনগুলোয় রেমিট্যান্স আরো বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *