ইরানে আকস্মিক সফরে বাশার আল-আসাদ

আন্তর্জাতিক

মে ৯, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার আকস্মিক সফরে ইরান গেছেন।

এক দিনের এই সফরে তিনি তেহরানে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। খবর আনাদোলুর।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এটি ইরানে বাশারের দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তেহরান সফর করেছিলেন তিনি।

রোববার তেহরানে খামেনির সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

বৈঠক শেষে এক বিবৃতিতে খামেনি বলেন, সিরিয়ার গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। তারা এখন শক্তিশালী দেশে পরিণত হচ্ছে।

ইরান সিরিয়ার একটি বিশ্বস্ত ও ঘনিষ্ট আঞ্চলিক মিত্র। যুদ্ধাবস্থায় অর্থ, অস্ত্র ও নৈতিক সমর্থন দিয়ে সার্বিকভাবে সহায়তা করেছে তেহরান।

খামেনি আরও বলেন, সিরিয়া থেকে আইএস জঙ্গিদের তাড়াতে সর্বদা নিয়োজিত ছিলেন প্রয়াত আল কুদস বাহিনীর প্রধান জেনারেল কাশেম সোলাইমানি।

তিনি আরও বলেন, দামেস্ক ও তেহরানের সম্পর্ক দিন দিন আরও জোরদার হচ্ছে। দুই বন্ধুপ্রতিম দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইরানের শীর্ষ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *