ইমরান খানের প্রশংসা করলেন ইলহান ওমর

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ২২, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ

চার দিনের সফরে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী এমপি ইলহান আবদুল্লাহ ওমর।

বুধবার ভোরে ইসলামাবাদে পৌঁছান তিনি। সেখানে মার্কিন ডিজি মোহাম্মদ মুদাসির টিপু ইলহানকে স্বাগত জানান। পাকিস্তানে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দেশটিতে সফর করছেন মার্কিন কংগ্রেসওমেন।

ইলহান পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে বৈঠকের পাশাপাশি সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সফরের প্রথম দিন বুধবার তিনি ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও দেখা করেছেন।

এদিনই তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের সঙ্গে দেখা করেন।

এ সময় তারা কাশ্মীর ছাড়াও ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করেন। নতুন সরকার গঠনের পর ইলহান ওমরই প্রথম কোনো মার্কিন নেতা যিনি পাকিস্তান সফরে এলেন।

বিশ্ব থেকে ইসলামভীতি দূর করতে ইলহান ওমরের সাহসী ভূমিকার প্রশংসা করেন ইমরান খান। এ সময় ইলহানও ইমরান খানের প্রশংসা করেন জাতিসংঘে ইসলামোফোবিয়া দূর করতে রেজ্যুলেশন আনার জন্য।

মার্কিন এই এমপি বৃহস্পতিবার আজাদ কাশ্মীর পরিদর্শনে যান। সেখানে তিনি পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরীসহ অন্য নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

৩৭ বছর বয়সি ইলহান ওমর ডেমোক্র্যাট দলের হয়ে কংগ্রেসে মিনিসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করছেন। ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিত দুই মুসলিম নারীর একজন তিনি।

সোমালিয়া বংশোদ্ভূত সাবেক এই শরণার্থী মার্কিন পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ ও মুসলিম নারী। সাধারণ নির্বাচনে তিনি ৭৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আর এটি ছিল মিনিসোটার ইতিহাসে কোনো নারী প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট।

জয়লাভের পরে তিনি তার দাদার একটি কুরআন শরিফের অনুলিপিতে হাত রেখে শপথগ্রহণ করেছিলেন।

ইলহান ওমর ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের পক্ষে, প্রায়ই তাদের সমর্থনে টুইট করে থাকেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *