ইমরান খানের জামিনের মেয়াদ আবারও বাড়াল আদালত

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ২, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির একটি আদালত তার আগাম জামিনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে।

আগে নেওয়া জামিনের মেয়াদ ১ সেপ্টেম্বর শেষ হলে বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ওই আদালতে হাজির হন ইমরান খান। খবর ডন ও আরব নিউজের।

ইমরার খানের আইনজীবী গণমাধ্যমকে জানান, আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

এর আগে গত ২০ আগস্ট এফ-৯ পার্কে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সভায় ইমরান খান এক নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।

উসকানিমূলক ওই ভাষণ দেওয়ার অভিযোগে ২২ আগস্ট ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এ ঘটনায় ইমরান খানের আইনজীবী জামিন চাইলে তাকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেন ইসলামাবাদের হাইকোর্ট। সঙ্গে নির্দেশ দেওয়া হয় ২৫ আগস্ট একটি সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হতে হবে।

এদিন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে গেলে বিচারক রাজা জাওয়াদ আব্বাস ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন।

১ সেপ্টেম্বর পর্যন্ত যেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার না করে সেই নির্দেশনাও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *