ইমরান খানের অভিযোগের বিষয়ে যা বললেন ডোনাল্ড লু

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ৫, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তার দাবি, ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনে লু বলেছিলেন, ‘অনাস্থা ভোটে ইমরান টিকে গেলেও পাকিস্তান বিপদে পড়বে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ক্ষমা করবে না।’

ভারত সফরে থাকা মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুকে ইমরানের এ অভিযোয়ে বিষয়ে প্রশ্ন করেছিল হিন্দুস্তান টাইমস।

তার উত্তরে লু বলেছেন, ‘আমরা পাকিস্তানের দিকে নজর রাখছি। আমরা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।’

এর সম্পূরক প্রশ্ন হিসেবে লুর কাছে আবার  ও পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটাই সব, এ প্রশ্নের জবাবে আপনাকে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল। বাইডেনের পররাষ্ট্র দপ্তরও জানিয়েছে, ‘এ অভিযোগের সত্য কোনো ভিত্তি নেই।’

সূত্র: ডন, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *