ইউক্রেনে ৪ হাজারের বেশি বেসামরিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক স্লাইড

মে ২৮, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত চার হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এই তথ্য দিয়ে জাতিসংঘ বলছে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে। খবর আলজাজিরার।

জাতিসংঘের অফিস অব হিউম্যান রাইটস বা ওএইচসিএইচআর বলছে, রুশ অভিযানে ইউক্রেনে এ পর্যন্ত মোট চার হাজার ৩১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে। বেশির ভাগই ভারি কামান ও বিমান হামলায় নিহত হয়েছে। যদিও রাশিয়া বরাবরই বলে আসছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না।

এদিকে রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার।

কেএসই আরও জানিয়েছে, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়াসহ অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে।

ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী টিমোফি মিলোভানভ গণমাধ্যমকে জানিয়েছেন, পুনর্গঠনের জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থের প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *