আলাদা ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

খেলা

জুলাই ১৩, ২০২২ ৮:৫৫ পূর্বাহ্ণ

মেয়েদের কোপা আমেরিকায় লরাইয়ে আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আসরে নিজেদের দ্বিতীয় জয়ের সন্ধানে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই প্রতিযোগিতায় ভোরে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচ হেরে টেবিলের তলানিতে আলবিসেলেস্তে ফেমিনিরা।

কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে স্টেডিয়ামে মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টায় মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা। একই স্টেডিয়ামে (১৩ জুলাই) ভোর ৬টায় পেরুর মোকাবিলা করবে জয়ের সন্ধানে থাকা আর্জেন্টিনা।

গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল লিওনেল মেসিরা।আলবিসেলেস্তেদের বিপক্ষে সে হারের প্রতিশোধ আসর শুরুর প্রথম ম্যাচেই তুলে নিয়েছে আদ্রিয়ানা সিলভা, দেবোরা ওলিভেইরারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মেয়েদের তারা ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।

অবশ্য মেয়েদের ফুটবলে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা বেশ পিছিয়ে। ফিফা ব়্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে নবম অবস্থানে।র অন্যদিকে আর্জেন্টিনার অবস্থান ৩৫। শুধু আর্জেন্টিনা কেন কনমেবল অঞ্চলে ব্রাজিলের মেয়েদের ধারে কাছে নেই অন্য দেশগুলো।

একমাত্র কলম্বিয়া আছে সেরা ত্রিশে। তাদের ব়্যাঙ্কিং অবস্থান ২৮। এদিকে আদ্রিয়ানাদের প্রতিপক্ষ উরুগুয়ের ব়্যাঙ্কিং অবস্থান ৭১। সুতরাং বলা যায় এ ম্যাচেও কেমন আধিপত্য করে খেলবে পেলের দেশের মেয়েরা।

কনমেবল অঞ্চলের ১০ দেশ দুটি গ্রুপে সমান ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নেমেছে। ‘বি’ গ্রুপে এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ব্রাজিল। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখলে নিয়েছে ভেনেজুয়েলা।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে টেবিলের তলানিতে আর্জেন্টিনা। লড়াইয়ে ফিরতে তাই পেরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই। ব়্যাঙ্কিং ব্যবধানে রোমিনা নুনেজরা ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকলেও পেরুর থেকে এগিয়ে আছে ৩১ ধাপ। ফলে জয়ের আশা করাই যায়।

মেয়েদের কোপায় আট আসরের মধ্যে সাতটি শিরোপাই দখলে নিয়েছে ব্রাজিল। বাকি শিরোপাটি ২০০৬ সালে নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *