‘আর্জেন্টিনাকে জুনে ঢাকায় আনার চেষ্টা চলছে’

‘আর্জেন্টিনাকে জুনে ঢাকায় আনার চেষ্টা চলছে’

খেলা স্লাইড

জানুয়ারি ১১, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ

প্রায় এক যুগ পর আবারও লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১১ সালে ঢাকায় সংক্ষিপ্ত সফরে মেসিরা যে সুযোগ-সুবিধা পেয়েছিলেন, এবার এলে তাদের আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। জুন কিংবা জুলাইয়ে ফিফার উইন্ডোতে মেসিদের আনার চেষ্টা করছে বাফুফে। এর এক-দুই মাস আগে ঢাকায় সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের জন্য আসবে তাদের একটি অগ্রবর্তী দল।

গত মাসে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের ম্যাচের ভেন্যুর ফ্যাসিলিটিজ সেই মানের হওয়া প্রয়োজন।

মঙ্গলবার জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘গত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে আমার। এর মধ্যে কাতারের স্টেডিয়ামসহ সবকিছুই ছিল অসাধারণ। মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছে। এটুকু বলতে পারি, আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেওয়া হবে তাদের।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। এখনো মাঠ প্রস্তুত হয়নি। সূত্রে জানা গেছে, এমনো কাজ বাকি রয়েছে, যার কোনো দরপত্রই হয়নি। এরপরও এপ্রিলের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার কথা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘মাঠ আমরা মার্চের মধ্যেই বুঝিয়ে দেব। যাতে দ্রুত খেলা আয়োজন করা যায়। গ্যালারির শেডের কাজ বাইরে থেকেও করা যাবে।’

আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশে মেসির আর্জেন্টিনাকে আনার বিষয়টি নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে। যদিও সেই চিঠির উত্তর এখনো পায়নি বাফুফে।

২০১১ সালের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন গনজালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়া। অপর গোলটি ছিল আত্মঘাতী।

এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগের দিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। শুধু আর্জেন্টিনার জন্যই সাত মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হতে পারে। সব মিলিয়ে ম্যাচ আয়োজনে ১০ মিলিয়ন মার্কিন ডলারের মতো হতে পারে।’ তবে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে এখনো ভাবছেন না বাফুফে সভাপতি, ‘আগে আর্জেন্টিনাকে নিশ্চিত করতে চাই। এরপর প্রতিপক্ষ ঠিক করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *