আফগানিস্তানে যেভাবে সরকার গঠনের দাবি ইরানের

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১৪, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ

আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতার সঙ্গে এক ওয়েবিনার সংলাপে তিনি বলেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত হচ্ছে দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা।

ওই সংলাপে দুই শীর্ষ কূটনীতিক অন্যান্য বিষয়ের সঙ্গে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে ইরনার খবরে বলা হয়েছে।

ইরানে বসবাসরত প্রায় ৪৫ লাখ আফগান শরণার্থীকে তার দেশের পক্ষ আতিথেয়তা দেয়ার কথা উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান শরণার্থীদের সেবা দেওয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডসহ অন্যান্য বন্ধু রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।

এ সময় মাহুতা কয়েক মিলিয়ন আফগান শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য ইরানের ভুয়সী প্রশংসা করে বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় নিউজিল্যান্ড কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *