আইনশৃঙ্খলা রক্ষাসহ ইভটিজিং, বাল্যবিয়ে রোধ ও শিক্ষায় আলো ছড়াচ্ছেন আইসি মাসুদ রানা

আইনশৃঙ্খলা রক্ষাসহ ইভটিজিং, বাল্যবিয়ে রোধ ও শিক্ষায় আলো ছড়াচ্ছেন আইসি মাসুদ রানা

দেশজুড়ে

জানুয়ারি ২, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

কক্সবাজার জেলা শহরের প্রায় ৫০ কিঃমিঃ পূর্বে রামু থানার অধীনে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।দুর্গম পাহাড়ি গর্জনিয়া- কচ্ছপিয়া ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের জান মালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার একমাত্র দায়িত্বশীল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আই,সি) পুলিশ ইন্সপেক্টর মাসুদ রানা। মাসুদ গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পদে যোগদান করেছেন প্রায় বছরখানেক।

সকল শ্রেনী, পেশার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে একজন দায়িত্বশীল ইনচার্জ হিসাবে সুনাম কুড়িয়েছেন তেমনি ব্যতিক্রমী মহৎ,শিক্ষাবান্ধব- জনবান্ধব কাজ করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ ইন্সপেক্টর মাসুদ রানা গর্জনিয়া-কচ্ছপিয়ার সিংহভাগ মানুষের প্রশংসায় ভাসছেন। মাসুদ রানা যোগদানের পর পরই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বাক্ষর রাখার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে চমৎকার সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। গেল ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের পেছনে অনন্য ভূমিকা রেখে গর্জনিয়া-কচ্ছপিয়ার শিক্ষা পরিবারের আপনজনের তালিকায় বিশেষ স্হান দখলে নিয়েছেন।

মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক এনামুল হক জানান,তার চাকুরী জীবনের ২ যুগে পুলিশে শিক্ষা বান্ধব পুলিশ অফিসার খুবই বিরল। যিনি কোমলমতি বৃত্তি পরীক্ষার্থীদের লেখাপড়া শিখিয়ে বৃত্তি পরীক্ষায় যাতে ভাল ফলাফল করতে পারেন সে লক্ষ্যে বৃত্তি পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানা মেধা মূল্যায়ন পরীক্ষা নিয়েছেন। বৃত্তি মূল্যায়ন পরীক্ষায় যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে সেসব বৃত্তি পরীক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।ফলে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে প্রবল প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা’র দাখিল শ্রেণির মেধাবী শিক্ষার্থী আলেয়া জানান,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানা স্যার নিজ উদ্যোগে আমাদের গণিত ক্লাস করান।প্রতি সাপ্তাহে আবার দাখিল শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে আইসি মাসুদ রানা স্যার নিজে প্রশ্ন তৈরী করে লিখিত পরীক্ষা নেন। পুলিশ ইন্সপেক্টর মাসুদ রানা’র মতো শিক্ষাবান্ধব অফিসার পেয়ে আমরা গর্ব করি।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইসমাইল মোহাম্মদ নোমান বলেন,অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান পুলিশের ভূমিকা প্রশংসনীয়। পুলিশ জনগনের বন্ধু প্রবাদ পুলিশ ইন্সপেক্টর মাসুদ রানা গর্জনিয়া-কচ্ছপিয়ায় কাজের মাধ্যমে বাস্তবে পরিণত হয়েছে।

গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি ইয়াহিয়া চৌধুরী জানান, ক্রাইম জোন গর্জনিয়ার বড়বিল গ্রাম এখন শান্তির পল্লীতে পরিনত হয়েছে। তা কেবল সম্ভব হয়েছে দক্ষ পুলিশ ইন্সপেক্টর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানা’র আন্তরিক প্রচেষ্টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *