৬৩ বছরের রেকর্ড ভাঙলেন লিটন-মুশফিক

খেলা স্লাইড

মে ২৪, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ

ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ২৪ রানে ৫ উইকেটের পতনের পর বাংলাদেশ দলের ইনিংস মেরামতে নেমে ৬৩ বছরের টেস্ট ক্রিকেটের রেকর্ড ভেঙেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

মাত্র ২৫ বা এর কম রানে প্রথম ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দলের হয়ে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশিপ গড়েছেন এ দুই টাইগার ব্যাটার।

এ সময় তারা ভেঙে দিয়েছেন উইলস মাথিয়াস ও সুজাউদ্দিনের রেকর্ড। ১৯৫৯ সালের ৬ মার্চ ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ৮৬ রান যোগ করেছিলেন তারা।

এবার বাংলাদেশ দলের এই দুই ব্যাটসম্যান এখানেই থেমে যাননি। সাবলিল ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশের ষষ্ঠ উইকেট জুটির ১৯২ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন দুজন।

এর আগে হওয়া ১৯১ রানের সর্বোচ্চ রানের রেকর্ডেরও অংশীদার ছিলেন মুশফিকুর। ২০০৭ সালে কলোম্বোয় আশরাফুলকে নিয়ে শ্রীলংকার বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথমদিন শেষে  মুশফিক-লিটন ২৫৩ রানে অপরাজিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *