হামলা ঠেকাতে শিক্ষকদের হাতে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক স্লাইড

জুন ৫, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ঘটতে থাকা একের পর এক প্রাণঘাতী বন্দুক হামলা ঠেকাতে এবার শিক্ষকদের অস্ত্র প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছে দেশটির ওহাইও অঙ্গরাজ্য প্রশাসন।

অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেয়ার এই বিলে তিনি স্বাক্ষর করবেন এবং এটিকে আইনে পরিণত করবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকদের ও স্কুলের কর্মীদে র২৪ ঘণ্টার প্রশিক্ষণ দেয়া হবে আগ্নেয়াস্ত্র চালনার বিষয়ে। এর পাশাপাশি কীভাবে হামলাকারীকে প্রতিহত করা যায়, সেটিও শেখানো হবে তাদের।

তবে এরইমধ্যে এই উদ্যোগের বিরোধিতা করেছেন ওহাইও’র শিক্ষক সমিতি। শিক্ষকদের ইউনিয়ন এবং অঙ্গরাজ্যটির প্রধান পুলিশ অফিসারসহ এই বিলের বিরোধীরা বলছেন, প্রস্তাবিত আইনটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরো বিপজ্জনক করে তুলবে।

প্রসঙ্গত, গত ২৪ মে টেক্সাসের রব এলিমেন্টারি প্রাইমারি স্কুলে এলোপাতাড়ি হামলা চালায় এক বন্দুকধারী। এ সময় শিক্ষার্থীরা সবাই ক্লাসে ছিল। গোলাগুলিতে ১৯ শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক নিহত হন। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *