নুরুউদ্দিন নূরী:
লকডাউন চলছে। খেটে খাওয়া মানুষের জন্য ঘরে বসে থাকা সম্ভব নয়। পেটের টানে আর দু’মুঠো ভাতের টানে তাদের ঘর থেকে বের হতেই হয়। বের হলে করোনার ভয়, ঘরে থাকলে ক্ষুধার ভয়, সব মিলিয়ে জীবনযুদ্ধে তারা নামার জন্য কাজের জন্য ঘর থেকে বের হয়।
এভাবেই ক্ষুধার তাড়না মেটাতে, পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে করোনাকে উপেক্ষা করে কাজ করতে যান মতিউর রহমান।
কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। কাজ করতে গিয়ে আজ সকাল ১১টার দিকে নির্মাণাধীন একটি ভবন থেকে তিনি পড়ে যান। পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভবনটি হচ্ছে সেভেন ওয়ান প্রোপার্টিজ লিঃ ডেভলোপার এর একটি নির্মাণাধীন ভবন। দক্ষিণ বনশ্রী, ব্লকঃ কে, রোডঃ ১৫, প্লটঃ ৩৫৩/এ, ৩৫৪/এ, খিলগাঁও, ঢাকা-১২১৯।
তার পিতার নামঃ মোসলেম উদ্দিন আকন্দ, গ্রামঃ ভগমানপুর, পোস্টঃ কামালে পাড়া, থানাঃ সাঘাটা, গাইবান্ধা, বয়সঃ ৫০, তার এক ছেলে জিহাদ (১৫), মেয়ে শিমু (২১)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানা থেকে পুলিশ আসেনি। ডেভলোপারের স্বত্বাধিকারীর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।