সেনবাগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্ম

সেপ্টেম্বর ১৬, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

মো: শিপন মজুমদার

আজ ১৫ ই সেপ্টেম্বর ২০২২ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় নোয়াখালী সেনবাগ উপজেলার বীরকোট গ্রামে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিট পুলিশিং উপলক্ষে বীরকোট সার্বজনীন কালীবাড়ি পূজা মণ্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এইসময় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইকবাল হোসেন অফিসার ইনচার্জ, সেনবাগ থানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবদুল হক চেয়ারম্যান, ২ নং কেশারপাড় ইউনিয়ন।উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ডাক্তার রতন সূত্রধর বীরকোট, সার্বজনীন কালীবাড়ি পূজা মন্ডপ।

এই সময় আরো উপস্থিত ছিলেন কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় গভর্নিং বোর্ডের সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু,কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রতন বাবু,৫ নং ওয়ার্ড স্থানীয় প্রতিনিধি আবু তালেব টিপু,৬ নং ওয়ার্ড স্থানীয় প্রতিনিধি শফিকুর রহমান,৫ নং ওয়ার্ড সাবেক স্থানীয় প্রতিনিধি জামাল উদ্দিন পাটোয়ারী,স্থানীয় মহিলা ইউপি সদস্যের জামাতা বিসমিল্লাহ মেম্বার,বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মেম্বার,বিশিষ্ট সমাজসেবক ওবায়দুল হক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নেহার কান্তি,বিশিষ্ট ব্যবসায়ী সুধীর বাবু,কানকিরহাট বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক স্বপন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল মাহমুদ,সত্যপ্রিয়া ফার্মেসির পরিচালক টুটন চন্দ্র ভৌমিক ও বিশিষ্ট ছাত্র রাজনীতিবিদ মিরাজ উদ্দিন পাটোয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,সেনবাগ উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে আসছে সেনবাগ থানা পুলিশ প্রশাসন এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অত্র ইউপি চেয়ারম্যান আব্দুল হক সুমন বলেন,আমরা এলাকার জনসাধারণ যদি ন্যায়-নিষ্ঠার সাথে সেনবাগ থানা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করি তাহলে আমাদের সমাজ সংসারের আমূল পরিবর্তন হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। তিনি আরো বলেন শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা সঠিক নিয়মে পরিচালিত হওয়ার ব্যাপারে আমি এবং আমাদের গ্রামের সুশীল সমাজ বদ্ধপরিকর।আইন শৃঙ্খলা পরিপন্থী ব্যক্তিবিশেষ সে যেই হোক অন্যায়কারীর সাথে আমাদের কোন আপোষ নেই বলেও জানান তিনি।পরবর্তীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২নং কেশারপাড় ইউনিয়ন ৫নং বিট পুলিশিং এর আয়োজনে: বিট অফিসার এসআই সবুজ চন্দ্র পাল ও সহকারী বিট অফিসার এএসআই কাউছার আহামেদ আইন-শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সভাপতি রতন ডাক্তারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *