‘সাকিব ভাই থাকতে আমার নাম কেন এলো’

খেলা

জুন ৪, ২০২২ ১:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সেই পুরস্কার নিতে শুক্রবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে যান মিরাজ।

সেখানে কথা উঠে টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে।  মুমিনুলের সরে যাওয়ার পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক কে হবেন – তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল।  জল্পনায় সাকিব আল হাসানের পর নাম উঠে এসেছিল মিরাজ ও লিটন দাসের নাম।

প্রসঙ্গটি তুললে প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেন মিরাজ।  তার মতে, সাকিবের মতো বড় ক্রিকেটার থাকতে কীভাবে তার নাম আসলো!

মিরাজ বলেন, ‘যেখানে সাকিব ভাই আছেন, সেখানে কীভাবে আমার নাম এলো! সাকিব ভাই একজন অভিজ্ঞ ক্রিকেটার। যদি আপনারা দলের বর্তমান অবস্থা বিবেচনা করেন, তবে সাকিব ভাই-ই সেরা।’

আঙুলের চোটের কারণে শ্রীলংকা সিরিজে খেলতে পারেননি মিরাজ।  তবে চোট সেরে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন।

তাই এই মুহূর্তে জাতীয় দলের নেতৃত্ব নিয়ে ভাবছেনই না এ স্পিনার।, শুধু নিজের পারফরম্যান্সেই এখন সব মনোযোগ এই তারকা অলরাউন্ডারের।

তিনি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজে আগেও খেলেছি। আমি জানি, আমাদের সামনে কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবার আমরা তিন ফরম্যাটেই খেলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *