সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতবিনিময় সভা

দেশজুড়ে

সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সম্প্রীতির সমাজ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)  বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন। জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

আরো বক্তব্য রাখেন- ডাঃ কামরুল হাসান খান, মহাসচিব, পেশাজীবী সমন্বয় পরিষদ। এডভোকেট আবদুন নূর দুলাল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জনাব ওমর ফারুক, সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ফওজিয়া মোসলেম, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ। ডাঃ এহতেশামুল হক চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন। ড. নিমচন্দ্র ভৌমিক, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। পীযূষ বন্দ্যোপাধ্যায় সভাপতি, সম্প্রীতি বাংলাদেশ। সোহেল হায়দার চৌধুরী, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ড. আ ব ম ফারুক, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ। অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, সভাপতি, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিউলি শিকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নারী মুক্তি সংসদ। অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মকসুদ আলম খান, ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট। ডাঃ মামুন আল মাহতাব, সাধারণ সম্পাদক, সম্প্রীতি বাংলাদেশ। নজরুল কবির, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার।

প্রায় চার ঘন্টা স্থায়ী এ মতবিনিময় সভায় ব্যাপক আলাপ আলোচনার পর ছয়টি আসুকরণীয় নির্ধারণ করা হয়। এই দাবি বা করণীয় গুলো হলো

১. ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, শিক্ষক, শিল্পী ও নারীদের উপর হামলায় জড়িতদেরকে শুধু গ্রেপ্তার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. সনাতন ধর্মাবলম্বীদের চলমান দূর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনীসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

৩. বাংলাদেশের সংবিধানে প্রদত্ত অধিকার বলে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

৪. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ-দুর্নীতি বন্ধসহ জনজীবনের নানাবিধ সংকট দূর করতে হবে।

৫. তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা ও নারীদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৬.সমাজের প্রতি দায়বদ্ধ থেকে মুক্তিযুদ্ধের চেতনা, সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ এবং যেকোনো সংকট মোকাবেলায় সামাজিক শক্তির ঐক্যবদ্ধ কর্মপন্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *