ডেস্ক রিপোর্ট: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আহতকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক নিহতদের ও আহতের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১৯ মে) ভোরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত ১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদম আলী আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।