রিহ্যাবের আজমল মামলা করে নিজেই ফেঁসে যাচ্ছেন ।

আদালত

সেপ্টেম্বর ১৯, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি

রিহ্যাবের সিনিয়ার জেনারেল ম্যানেজার আজমল হোসেন রিহ্যাব সদস্য মোহাম্মদ আলিম উল্যাহ খোকনের বিরুদ্ধে মামলা করে নিজেই ফেঁসে যাচ্ছেন বলে জানা গেছে। সি,এম,এম কোর্টে মামলাটি তদন্তভার দিয়েছেন পি,বি,আই তে । পি,বি,আই এখন মামলাটি তদন্ত করছে বলে জানা যায়। মামলার ঘটনাটি ৪ অক্টোবর ২০২১ ও ৩০ জুলাই ২০২২। মামলাটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে যে সব ঘটনা উল্লেখ আছে তার কোন কিছুর অস্তিত্ব নেই । কার পা ভেঙ্গেছে, কোথায় চিকিৎসা নিয়েছে, তার নাম উল্লেখ নেই । মামলায় আগুনের কথা উল্লেখ থাকলেও খোজ নিয়ে জানা যায় ওই দিন আশেপাশের কোন ফায়ার সার্ভিসে এ সংক্রান্ত কোন অভিযোগ আসে নাই এবং ফায়ার সার্ভিসের কোন টিম ওই দিন ঘটনা স্থলেও আসেনি। এছাড়াও ঘটনা সি সি ক্যামেরার কোন ফুটেজ তাদের হাতে নাই। এছাড়াও রিহ্যাবের গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, রিহ্যাবের কোন কর্মচারী বা কর্মকর্তা রিহ্যাব সদস্যের বিরুদ্ধে মামলা করতে পারবে কি না সে বিষয়ে গঠনতন্ত্রে কোন কিছু উল্লেখ নেই । মামলার বিষয় গত ৯ সেপ্টেম্বর আজমল হোসেনকে ফোন দিলে তিনি মামলার কোন তথ্য দিতে পারেন নাই । এরপর ১০ সেপ্টেম্বর সরজমিনে রিহ্যাব অফিসে গেলে আজমল হসেন এই প্রতিবেদকের সাথে দেখা করেন নাই। পরে তাকে ফোন দিলে তিনি বেলা ৩টার সময় যোগাযোগ করবেন বলে এই প্রতিবেদকে জানান। এরপর বেলা ৩টায় ফোন দিলে তিনি ফোন রিছিভ করেন নাই ।  ভুক্তভোগী আলিম উল্যাহ খোকন বলেন, আমি বঙ্গবন্ধুর কটূক্তিকারী সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছি, সেই মামলাকে ত্বরান্বিত করতেই আজমল সাহেব মামলাটি করেছেন । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রিহ্যাবের একজন সদস্য বলেন মামলার বিষয়টি খুবেই লজ্জাজনক ব্যাপার । একজন কর্মচারী হয়ে কিভাবে একজন সদস্যের বিরুদ্ধে মামলা করেন। এতে পুরো রিহ্যাব সদস্যকে অপমানিত করা হয়েছে । রিহ্যাবের জন্য এটা কলঙ্কজনক।

 

সংগ্রহঃ স্বদেশ বিচিত্রা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *