রাষ্ট্রপতির শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো ঢাবির ৫৩তম সমাবর্তন

রাষ্ট্রপতির শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো ঢাবির ৫৩তম সমাবর্তন

শিক্ষা স্লাইড

নভেম্বর ১৯, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শোভাযাত্রার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন শোভাযাত্রাটি হয়।

শনিবার (১৯ নভেম্বর) ১১টা ৫৫ মিনিটে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার পর রাষ্ট্রপতি সমাবর্তন মঞ্চে আগমন করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতি সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন। এরপর একে একে প্রত্যেক ধর্মের পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং স্বাগত সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

সমাবর্তনকে ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মো. আবদুল হামিদ। নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিরোল (Professor Dr. Jean Tirole) সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাকে সম্মানসূচক Doctor of Laws (Honoris Causa) ডিগ্রি প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। ছবি: ডেইলি বাংলাদেশ

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সকাল থেকেই গাউন ও হ্যাট পরে কেন্দ্রীয় মাঠের দিকে যাচ্ছেন। কেউ এসেছেন পরিবারসহ। আবার কেউ আসছেন বন্ধু-বান্ধবদের সঙ্গে বা একাই। শিক্ষার্থীরা বিশেষ দিনটির স্মৃতি ফ্রেমবন্দি করছেন ক্যামেরায়। বাবা-মা কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছবি তুলছেন তারা। টিএসসি, দোয়েল চত্বর, কার্জন হল প্রাঙ্গণ ইতোমধ্যেই সমাবর্তন অনুষ্ঠানে আসা শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে উঠছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন উপলক্ষে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুপুর ৩টা পর্যন্ত এই রাস্তায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

রাষ্ট্রপতি সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন।

রাষ্ট্রপতি সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটগণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *