রাশিয়াকে থামাতে পুতিনের সঙ্গে ইসরাইলের প্রেসিডেন্টের ফোনালাপ

আন্তর্জাতিক স্লাইড

আগস্ট ১০, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ

সম্প্রতি স্থানীয় আইন লঙ্ঘনের কারণে ইহুদি একটি সংস্থাকে রাশিয়ার আইন মন্ত্রণালয় বন্ধ করে দেয়।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোঝাতে মঙ্গলবার তাকে ফোন করেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। খবর আনাদোলুর।

পরে এক বিবৃতিতে ইসরাইল জানায়, পুতিনের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এই ইহুদি সংস্থাটি ১৯২০ সালের শেষ দিকে প্রতিষ্ঠিত হয় এবং তারাই প্রথম ইহুদিদের ফিলিস্তিনি ভূমিতে অভিবাসী হিসেবে পাঠাতে থাকে।

পরে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয়। রাশিয়ায় এ সংস্থাটির বিশাল নেটওয়ার্ক রয়েছে। রাজধানী মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এ সংস্থার কার্যালয় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *