যুক্তরাষ্ট্রের আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এবার মেরিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ২ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, মঙ্গলবার (৬ এপ্রিল) শহরটির একটি বাণিজ্যিক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
বন্দুকধারী সাবেক নৌ-কর্মকর্তা বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দুজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানাতে না পারলেও, ঘটনার তদন্তে অনুসন্ধানে চলছে বলছে জানিয়েছে পুলিশ।