এপ্রিল ১৬, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট: মধ্য রাতেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসছেন করোনাভাইরাস রোগীরা। হাসপাতালগুলোতে লকডাউনে রোগীর সংখ্যা কমেছে। দেশে মৃত্যুহার ও সংক্রমণ বাড়লেও রাতে আগত করোনা রোগীর তথ্যই মিলছে না কোনো কোনো হাসপাতালে।
রাত ২টা। সুনসান নীরবতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ। করোনা ইউনিট যেতে হবে মাজার গেট দিয়ে। তবে মাজার গেট রাতে দেখা গেল তালাবন্ধ। ধাক্কা দিলে এগিয়ে এলেন একজন আনসার সদস্য। তিনি জানান, গত ৫ দিনে রাতে আসেননি কোনো রোগী।
ডিএমসির করোনা ইউনিট থেকে এবার কুর্মিটোলা হাসপাতালে গিয়ে দেখা যায় শ্বাসকষ্ট নিয়ে আসেন সত্তরোর্ধ্ব দুজন রোগী। তাদের স্বজনরা জানান, আশঙ্কার কথা।
তারা বলেন, আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। গত ১০-১৫ দিন ধরেই জ্বর। এখন অক্সিজেন ছাড়া রাখা যাচ্ছে না।
রাতেও এ হাসপাতালে রোগীর সঙ্গে স্বজনদের চাপ থাকে অনেক বেশি। তবে লকডাউনে রোগী সংখ্যা কমেছে বলে জানান চিকিৎসক ডা. বেলাল হোসেন। এ হাসপাতালে রোগী ভর্তি হলেও আইসিইউ সংখ্যা কম থাকায় প্রয়োজন হলেও তা পাওয়া অনিশ্চিত বলে জানান কর্তৃপক্ষ।