অনলাইনে অর্ডার করে একেবারে অন্য জিনিস হাতে পাওয়ার ঘটনা প্রায়শই ঘটে। ভাইরালও হয়েছে বহু ঘটনা। আর এবার মাউথওয়াশ অর্ডার করে যেন তেন কিছু নয়, বরং ব্র্যান্ড নিউ রেডমি নোট ১০ হাতে পেলেন ভারতের মুম্বাইয়ের এক বাসিন্দা।
লোকেশ দাগা নামে ওই ব্যক্তি টুইটে অ্যামাজনকে উদ্দেশ্য করে জানান, মাউথওয়াশ অর্ডার করেছিলেন কিন্তু পরিবর্তে তিনি রেডমি নোট ১০ পেয়েছেন। ছবি দিয়ে তিনি এও লেখেন, মাউথওয়াশ অফেরতযোগ্য ছিল। তাই অ্যাপের মাধ্যমে তিনি ফেরত দিতেও পারছেন না। আরেকটি টুইটে তিনি বিল সংক্রান্ত একটি সমস্যাও সামনে আনেন। প্যাকেজে তার নাম থাকলেও বিলে অন্য কারও নাম রয়েছে বলে দাবি তার।
ঘটনা সামনে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলছেন, স্থানীয় দোকান থেকে মাউথওয়াশ কিনে নিয়ে ভুলবশত পাওয়া রেডমি নোট ১০ তার নিজের কাছে রেখে দিতে। আবার অনেকেই তার সততার প্রশংসা জানিয়েছেন।
সূত্র: জিনিউজ