আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণেই অনেকের মৃত্যু হচ্ছে। এসবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমলেও মৃত্যু ফের চার হাজার ছাড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটাররের তথ্যানুযায়ী, ভারতে দৈনিক সংক্রমণ শুক্রবারের মতো শনিবারও থাকল আড়াই লাখের একটু বেশি। যদিও দৈনিক মৃত্যু রয়েছে ৪ হাজারের ওপরেই। তবে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৩০ লাখের নিচে।
এদিকে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০। করোনার কারণে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৪ হাজার ১৯৪ জনের।
সূত্র: আনন্দবাজার পত্রিকা