এপ্রিল ১৫, ২০২১ ১০:৪১ পূর্বাহ্ণ
দ্বিতীয় দিনের মতো চলা ‘সর্বাত্মক লকডাউনের’ মধ্যেও বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে সব ব্যাংক খোলা থাকছে। এসব ব্যাংকে লেনদেন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে আড়াইটা পর্যন্ত।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বাত্মক লকডাউনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন চালু থাকবে।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কঠোর বিধিনিষেধের এসময়ে প্রতিটি ব্যাংকের প্রধান শাখা বা স্থানীয় কার্যালয় খোলা রাখতে হবে। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখাও খোলা রাখতে হবে।
সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ২ কিলোমিটারে একটি শাখা খোলা রাখতে হবে। এ সময়ে উপজেলা পর্যায়ে প্রতিটি ব্যাংকের একটি শাখা রোববার, মঙ্গল ও বৃহস্পতিবার খোলা রাখতে হবে। এ সময়ে কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়ার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।