বিশ্বজুড়ে করোনায় একদিনে ৯৩৮ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৭৫ হাজার

বিশ্বজুড়ে করোনায় একদিনে ৯৩৮ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৭৫ হাজার

স্বাস্থ্য স্লাইড

নভেম্বর ২৩, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ

করোনায় বিশ্বজুড়ে একদিনে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৯৩৮ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৬৩ জন। এ নিয়ে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৮ হাজার ৮৪৫ জনে। এছাড়া মোট শনাক্ত হয়েছেন ৬৪ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ১২২ জন।

বুধবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।

জাপানে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ১৪৪ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ২ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৮ হাজার ৪৮২ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ১৯৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২ লাখ ৭৯ হাজার ৬১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৩ হাজার ৩৫৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *