বিশ্বকাপে ইউসুফের মোজা চুরি করেন শোয়েব আখতার!

খেলা

জুন ৫, ২০২২ ৯:২০ পূর্বাহ্ণ

নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ ইউসুফের মোজা চুরি করেছিলেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার।

অবশ্য মজার ছলেই কাণ্ডটি করেন তিনি।

সম্প্রতি সেই মজার ঘটনা শেয়ার করেছেন শোয়েব নিজেই।

ঘটনাটি ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল পাকিস্তান।

বিশ্বকাপে শোয়েবের প্রথম ম্যাচ ছিল সেটি।প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার উত্তেজনায় মোজা নিতে ভুলে যান শোয়েব।

তখন একপ্রকার বাধ্য হয়েই চুপি চুপি মোহাম্মদ ইউসুফের ব্যাগ থেকে মোজা চুরি করে সেই ম্যাচে মাঠে নামেন  ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’।

ঘটনার এমন বর্ণনা দিয়ে এসকে টেলস অনুষ্ঠানে শোয়েব বলেন বলেছেন, ‘এটি আমার প্রথম বিশ্বকাপ ছিল এবং নিজের সামর্থ্যের ছাপ রাখতে আমি মরিয়া ছিলাম। সত্যি বলতে অনেক বেশি রোমাঞ্চিত ছিলাম। কারণ এতো দর্শক এসেছিল আমাকে দেখতে। অনেক ভারতীয় ও পাকিস্তানি এসেছিল মাঠে। আমি যখন মাঠে নামার ভাবনায় বিভোর, তখন লক্ষ্য করলাম মোজা আনতে ভুলে গেছি। তাই চুপিচুপি ড্রেসিংরুমে যাই এবং মোহাম্মদ ইউসুফের ব্যাগ থেকে পাওয়া মোজা পরে ফেলি। পরে ইউসুফ যখন টের পেলো, তিনি মোজার খোঁজ শুরু করেন, না পেয়ে তাজ্জব বনে যান, কোথায় গেলো মোজা!’

সেই ম্যাচে  ২৭ রানে জিতেছিল পাকিস্তান। আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ২২৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ২০২ রানে।  ইউসুফের মোজা পরে বল করে শোয়েব সেদিন ৫৪ রানে নেন ২ উইকেট।

তথ্যসূত্র: স্পোর্টসকিডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *