বিপিএলের গ্রুপ পর্বে থাকছে না পূর্ণ ডিআরএস

বিপিএলের গ্রুপ পর্বে থাকছে না পূর্ণ ডিআরএস

খেলা

জানুয়ারি ১, ২০২৩ ৯:৩৭ পূর্বাহ্ণ

শুরু হলো নতুন বছর ২০২৩। আর মাত্র ৫ দিন তারপরই ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। এবারের আসরে বাড়তে যাচ্ছে টুর্নামেন্টের প্রাইজমানি। তবে গ্রুপ পর্বে থাকছে না পূর্ণ ডিআরএস সুবিধা।

শনিবার গণমাধ্যমে এসব কথা জানান বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিপিএল শুরুর দিন থেকে প্রযুক্তি হিসেবে ডিসিশন রিভিউ সিস্টেম থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হল। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে থাকবে। সেখানে তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে পুরোপুরি ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটা গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’

শুরুর দিকে পূর্ণ ডিআরএস আনতে না পারার কারণ কি? এমন পশ্নের উত্তরে মল্লিক বলেন, ‘এই সময় সারা বিশ্বের সব জায়গায় খেলা হচ্ছে। দুইটা কোম্পানি অ্যাভেইলেবল থাকে- হক আই আর ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই সাধারণত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওখানে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে আমরা আনতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *