বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে অনলাইনে ক্লাস নেবে জবি

শিক্ষা

জুলাই ২৫, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ

নাহিদ হাসান

চলমান জ্বালানি ও বিদ্যুতের সংকটময় মুহূর্তে সপ্তাহে অন্তত একদিন অনলাইনে ক্লাস নেওয়ার কথা ভাবছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। একদিনের অনলাইন ক্লাসে বিদ্যুতের পাশাপাশি ২০-২৫ শতাংশ জ্বালানি সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উপাচার্য আরও বলেন, যেহেতু সরকারিভাবে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হয়েছে তাই আমরা চিন্তাভাবনা করছি অনলাইনে ক্লাস নেওয়ার। যদি একদিন অনলাইনে ক্লাস নেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা বন্ধ থাকবে এতে জ্বালানির সাশ্রয় হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মুহাম্মদ লুৎফর রহমান বলেন, সারা বিশ্বজুড়ে এখন জ্বালানির সংকট চলছে তাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এমন সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক।

তিনি আরও বলেন, এমনিতেই আমরা বিভিন্ন সময়ে অনলাইনে মেকআপ ক্লাস নিচ্ছি। তাই সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নিলে শিক্ষার্থীদের খুব বেশি সমস্যা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *