বাউফলে দুদকের অভিযানে গ্রেফতার ০১

দেশজুড়ে

সেপ্টেম্বর ২৯, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ

মো. দুলাল হোসেন (বাউফল প্রতিনিধি)

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে মোশারেফ হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নির্বাচন অফিসের সামনে তার নিজ দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অভিযোগের ভিত্তিতে নির্বাচন কর্মকর্তার অফিসের সামনে একটি কম্পিউটার কম্পোজ ও ফটোস্ট্যাটের দোকানে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী। এসময় দোকান মালিক মোশারেফ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় নির্বাচন কর্মকর্তার সীল, কয়েকটি নাগরিক সনদ ও অন্যান্য কাগজপত্র। পরে ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে সহকারি কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেন। পরে দুদক কর্মকর্তাদের উপস্থিতে উদ্ধারকৃত সকল কাগজপত্র পুড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে দুদকের কর্মকর্তারা কোন ধরনের বক্তব্য দিতে রাজি হননি।সহকারি কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান প্রতিবেদককে বলেন, “আটককৃত মোশারেফ হোসেনের কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছে যা তার কাছে রাখার এখতিয়ার নেই। সে অপরাধে দন্ডবিধির ১৮৬০ এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং পরবর্তী সময়ের জন্য সতর্ক করে তাকে ছেড়ে দেয়া হয় ।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *