বক্স অফিসে ‘দৃশ্যম ২’র বাজিমাত

বক্স অফিসে ‘দৃশ্যম ২’র বাজিমাত

বিনোদন স্পেশাল

নভেম্বর ২৫, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ

চলতি বছর বলিউডের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সর্বশেষ গতকাল শুক্রবার মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ সিনেমাটি। আর দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে স্বস্তি ফিরে পেলো ভারতের বক্স অফিস।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না অভিনীত ‘দৃশ্যম টু’ সিনেমাটি শুক্রবার (১৮ নভেম্বর) মুক্তির প্রথম দিনেই আয় করছে ১৫.৩৮ কোটি রুপি।

শনিবার ও রোববার ছুটির দিন থাকায় দৃশ্যম ২-এর ব্যবসা হু হু করে বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বক্স অফিস বিশ্লেষকদের মতে, শনি ও রোববারে বক্স অফিসের ব্যবসায় ধামাল করবে ক্রাইম থ্রিলার দৃশ্যম ২। ভারত জুড়ে মোট ৩৩০২টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমা।

‘দৃশ্যম ২’-র বক্স অফিস রিপোর্ট নিয়ে টুইটারে তরণ আদর্শ লিখেছেন, ‘দৃশ্যম ২ পুনরুজ্জীবিত করল ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রিকে, যা বেশ ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে অনেকদিন ধরে। ২০২২-এর সেকেন্ড বিগেস্ট স্টার্ট (হিন্দির মধ্যে) এটা। শুক্রবারে ১৫.৩৮ কোটি। উইকেন্ডে ৫০ কোটি ছাড়াবেই।’

আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রথম দিনের আয় ছিল ৩৭ কোটি। সেই হিসেবে চলতি বছরে বড় ওপেনিং পাওয়া হিন্দি সিনেমার মধ্যে এটা দ্বিতীয় নম্বরে।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।
২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। সিনেমাটির বাজেট ছিল ৩৮ কোটির কাছাকাছি। আর বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম ২’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এবার দৃশ্যম ২ সিনেমাটির আয় হয়তো ১৫০ কোটি ছাড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *