ফেসবুকে আনফ্রেন্ড বা ব্লক করার আগে জেনে নিন

ফেসবুকে আনফ্রেন্ড বা ব্লক করার আগে জেনে নিন

বিজ্ঞান ও প্রযুক্তি

নভেম্বর ১৯, ২০২২ ৯:৪৬ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার বন্ধু তালিকায় অনেক মানুষ আছেন যাদের আপনি চেনেন না। আবার বন্ধু তালিকায় থাকা কেউ কেই আপনাকে বিরক্ত করেন। তাদের বন্ধু তালিকা থেকে ছাটাই করতে চান?

ধাপে ধাপে কীভাবে ফেসবুকে কাউকে ব্লক বা আনফ্রেন্ড করা যায়, দেখে নিন-

আনফ্রেন্ড কীভাবে করবেন

ধাপ ১- যে ব্যক্তিকে আনফ্রেন্ড করতে চাইছি আমরা, প্রথমেই তার ফেসবুকের প্রোফাইলে যেতে হবে।

ধাপ ২- এর পর উপবৃত্তাকার আইকনের মধ্যে থাকা ‘পার্সন’ আইকনে ক্লিক করতে হবে।

ধাপ ৩- এবার মেনু থেকে ‘আনফ্রেন্ড’ অপশন নির্বাচন করতে হবে।

ধাপ ৪- অবশেষে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনফ্রেন্ড করার জন্য ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে।

ব্লক করার উপায়

ধাপ ১: প্রথমে যাকে ব্লক করতে হবে, তার ফেসবুকের প্রোফাইলে যেতে হবে।

ধাপ ২: প্রোফাইলের ছবির ঠিক নিচের একটি কলামে ফটো, ভিডিও, কলিং, মেসেজ আইকন রয়েছে। সেখানে কলামটির ডান দিকে একটি উপবৃত্তাকার আইকনে ক্লিক করতে হবে।

ধাপ ৩: ওই আইকনে ক্লিক করলেই একটি মেনু দেখতে পাওয়া যাবে, যার শেষ অপশন ‘ব্লক’-এ ক্লিক করতে হবে এবার আমাদের।

ধাপ ৪: এক্ষেত্রে আমরা সেই ব্যক্তিকে ব্লক করতে চাই কি-না কর্তৃপক্ষ আরও একবার জিজ্ঞাসা করবে। ব্লক করার পর সেই ব্যক্তি কী করতে পারবেন না তাও আমাদের দেখিয়ে দেবে ফেসবুক। আমরা যদি নিজের সিদ্ধান্তে নিশ্চিত থাকি, তাহলে ‘কনফার্ম’-এ ক্লিক করতে হবে।

অবশ্য ভবিষ্যতে আমাদের সিদ্ধান্তের বদল হলে সেই ব্যক্তিকে আনব্লক করার পথও খোলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *