চলমান ফিলিস্তিন ও ইসরায়েল উত্তেজনায় উভয়পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ দূত টর ভেনেসল্যান্ড। তিনি বলেন, আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছি। অবিলম্বে তা বন্ধ করতে হবে। খবর ডেইলি সাবাহর।
তিনি আরও বলেন, এই সহিংসতা নিরসনে দু’পক্ষের নেতাদের দায়িত্ব নিতে হবে।
গাজায় ইসরায়েলের বোমা হামলার বিষয়ে তিনি বলেন, গাজায় ধ্বংসাত্মকের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে; যার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
ভেনেসল্যান্ড বলেন, জাতিসংঘ দু’পক্ষকেই থামানোর জন্য কাজ করছে। এই সহিংসতা এখনই বন্ধ করতে হবে।
গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ চলছেই। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন এক হাজারের বেশি। জবাবে তেল আবিবে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার সপক্ষের সংগঠন হামাস। এতে দুই ইসরায়েলি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এদিকে, রকেট হামলার কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। রয়টার্স সূত্রে জানা গেছে, উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন।