সঙ্গীত আচার্য্য: প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে প্রচার করার অভিযোগে মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান (৪০) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বরূপকাঠিতে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে ওই রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা রজু করা হয়। শুক্রবার সকালে মিজানকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। আটক মিজানুর রহমান সিকদার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান বিএনপির ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত ছিল। মিজান নিজের ফেজবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোষ্ট করলে বিষয়টি স্থানীয় লোকজন সহ সাংবাদিকদের নজরে আসে। পরে পুলিশ ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্বরূপকাঠি থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে মিজানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রজু করা হয়েছে।