ইতিহাস রচনা করলো লেস্টার সিটি। আসরের ফাইনালে তিয়েলেমান্সের একমাত্র করা গোলে চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত এফএ কাপের শিরোপা উল্লাসে মেতেছেন দ্যা ফক্সেস।
এর আগে আসরের শিরোপার স্বাদ ৮ বার নিয়েছে চেলসি। তাই ব্লুদের সামনে সুযোগ ছিলো সেই সংখ্যাটা বাড়িয়ে নেয়ার।
অন্যদিকে লেস্টার সিটি কখনোই এফএ কাপের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। তাই এবার জিতলে গড়া হতো ইতিহাস। এমন সমীকরণ নিয়েই ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে মুখোমুখি হয় দু’দল।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয়া চেলসি এই ট্রফি জিতে আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়ে নিতে পারতো। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা আর লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলের শক্ত প্রতিরোধে গোলের মুখ দেখা হয়নি প্রথমার্ধ্বে।
বিরতির আগে গোল পায়নি লেস্টারও। তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে তিয়েলেমান্সের করা গোলে লিড পায় লেস্টার। ম্যাচের ৮৮ মিনিটে সমতায় ফিরতে পারতো চেলসি।
কিন্তু মরগানের সেই আত্মঘাতী গোল ভিএআর-এ অফসাইড প্রমাণিত হলে সমতায় ফেরা হয়নি ব্লুদের। ফলে ১-০ গোলের জয় নিয়েই প্রথমবারের মত এফএ কাপের শিরোপা উদযাপন করে দ্যা ফক্সেস।