মোঃ দেলোয়ার হোসেন, নকলা শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলায় ডোবার পানিতে ডুবে উম্মে হাবীবা হীয়া নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ৯ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার নকলা ইউনিয়নের ডাকাতিয়া কান্দাএলাকায় এ ঘটনা টি ঘটে। হীয়া নকলা এলাকার অটোরিক্সা চালক হেলাল উদ্দিনের ২ ছেলে ১ মেয়ের মধ্যে ছোট সন্তান।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে বৃষ্টিতে জমা বাড়ির পাশের ডোবাতে পড়ে সে নিহত হয়।নিহতের বাবা- মা জানান, সকালে তাকে খোঁজে না পাওয়ায় পরিবারের আত্মীয় স্বজনরা সম্ভাব্য জায়গায় খোঁজতে থাকেন।
খোঁজাখুজির এক পর্যায়ে ডোবাতে বাসতে দেখে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নকলা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নকলা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, মৃত্যুর ঘটনা নিশ্চিত করন।